জোরেশোরে চলছে সরকার ও বিভিন্ন এজেন্সির হজের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৩, 10:35 AM

নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৩, 10:35 AM

জোরেশোরে চলছে সরকার ও বিভিন্ন এজেন্সির হজের প্রস্তুতি
সৌদি আরবে আসন্ন হজের প্রস্তুতি চলছে জোরেশোরে। মক্কা-মদিনায় হাজীদের বাড়ি ভাড়া করার জন্য বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের এজেন্সিগুলো এখন ভিড় করছে। আগামী ২১ মে থেকে শুরু হবে বাংলাদেশি হাজীদের প্রথম হজ ফ্লাইট। হাজীদের ফ্লাইটচ লাচল স্বাচ্ছন্দ্য রাখতে জেদ্দা, মদিনা, তায়েফ ওইয়ানবু এয়ারপোর্টে নিয়মিত যাত্রী ছাড়া অন্যান্য ভিসাধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এই বছর বিমান বাংলাদেশ, সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের এর মাধ্যমে বাংলাদেশ থেকে হজ যাত্রীরা সৌদি আরব যাচ্ছেন। বাংলাদেশের সরকারি হাজীদের বাড়ি ভাড়াসহ হাজীদের সেবায় কয়েকশ’ হজ কর্মী নিয়ে নিয়োগ দিয়েছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও হজের খরচ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ অনেক দেশেই এ বছর হজের কোটা পূরণ করতে পারেনি।
-সূত্র : চ্যানেল আই অনলাইন