জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৫, 10:52 AM
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৫, 10:52 AM
জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল শ্রীলঙ্কা
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ২২ বল হাতে রেখেই জিতে যায় লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা করেন হার না মানা ৯৮ রান। মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার মারুমানি। আরেক ওপেনার ব্রায়ান বেনেট ভালোই ব্যাট করলেও হিট উইকেটের শিকার হন। ২৬ বলে ৩৪ রান করেন তিনি। চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে আত্মহুতি দেন তিনি। ব্রেন্ডন টেইলর ১৬ বলে মাত্র ১৪ রান করেন। সিকান্দার রাজা ও রায়ান বার্ল জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেন। তবে রাজা ২৯ বলে ৩৭ রান করে আউট হয়ে যান। ভেঙে যায় রাজা ও বার্লের ৩০ বলে ৩৬ রানের জুটি। রাজার ব্যাট থেকে পাঁচটি চার ও একটি ছক্কা আসে। বার্ল করেন ২৬ বলে ৩৭ রান। তিনিও পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান। ষষ্ঠ উইকেটে টাশিঙ্গা মুসিকিয়াকে নিয়ে ৩৩ বলে ৪২ রানের জুটি গড়েন তিনি। সেখানে মুসিকিয়ার অবদান ছিল ১৪ বলে মাত্র ৬ রান। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৩৪ বলে ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়েন পাথুম নিসাঙ্কা ও কামিল মিসারা। এই তাণ্ডবের সূচনা করেন নিসাঙ্কা। মিসারা মাত্র ১৫ বলে ১২ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৮৯ রানের হার না মানা জুটি গড়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হয়নি নিসাঙ্কার। ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। মেন্ডিস করেন ২৫ বলে ২৫ রান। মাত্র ৫৮ বলেই ৯৮ রান করেন নিসাঙ্কা। তার ব্যাট থেকে আসে ১১টি চার ও চারটি ছক্কা। স্ট্রাইকরেট প্রায় ১৬৭। নিসাঙ্কার এই টর্নেডো ইনিংসের সুবাদে ২২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পায় শ্রীলঙ্কা। তবে এই জয়ের পরও এখনো পয়েন্ট টেবিলের তলানিতে শ্রীলঙ্কা। প্রথমে পাকিস্তান ও দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে।