ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ কী রয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে যাত্রাবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা লকডাউনের নামে আ.লীগ মানুষ পুড়িয়ে মারছে: রিজভী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন বাথরুম পরিপাটি রাখার ৭ কৌশল ফরিদপুরে মহাসড়কে আ.লীগের অবরোধ, শিশুদের হাতেও দেওয়া হয়েছে অস্ত্র অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

জাহানারার অভিযোগ তদন্তের দায়িত্ব পেলেন যারা

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৫,  2:09 PM

news image

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলম তার বিরুদ্ধে হওয়া যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনার পরই তদন্তের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দুইদিন পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। জাহানারার অভিযোগগুলো খতিয়ে দেখবে বিসিবির গঠিত এই কমিটি। 

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনেন জাহানারা। ২০২২ সালের ঘটনা এটি। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন এই পেসার।

জাহানারার অভিযোগ নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এছাড়াও টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কজনের বিরুদ্ধেও অভিযোগ আছে জাহানারার। এগুলো নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফাও জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে সাময়িক সমাধান করেছেন বলে অভিযোগ করেন জাহানারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরও পাননি সমাধান। 

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। সবশেষ গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ৩২ বছর বয়সী এই পেসারকে। বর্তমানে তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম