ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফরিদপুরে উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর-আগুন পুলিশের বড় পদে রদবদল ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চার জনের মৃত্যু বিজিবির জরুরি বার্তা জামায়াতে ইসলামীর ৩ দিনের কর্মসূচি ঘোষণা যুবসমাজকে কেউ দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল, দূরপাল্লার যান চলাচল বন্ধ গণতন্ত্র রক্ষার মূল্য মানুষের জীবন ও কল্যাণের চেয়ে বেশি নয়: তারেক রহমান ফরিদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি চলতি সপ্তাহেই

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫,  12:38 PM

news image

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে এ সপ্তাহে ফের আপিল শুনানি শুরু হবে। আগামী মঙ্গল বা বুধবার (৬ অথবা ৭ মে)  জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় থাকতে পারে। রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী জামায়াতের নিবন্ধনের আপিল মামলাটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন। তখন আদালত বলেন, কার্যতালিকা পর্যবেক্ষণে রাখুন। আগামী মঙ্গল বা বুধবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এ সময় আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ৩ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিলের শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ১০ ডিসেম্বর দিন ঠিক করেন আদালত। ওইদিন পরবর্তী শুনানির জন্য ১৪ জানুয়ারি এবং এরপর ২১ জানুয়ারি দিন ঠিক করা হয়। এরই ধারাবাহিকতায় আজ আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করলে এ আদেশ দেন আপিল বিভাগ। এর আগে গত বছরের ২২ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। পরে গত ৩ ডিসেম্বর এই আপিলের প্রথম দিনের শুনানি হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম