
NL24 News
১৯ আগস্ট, ২০২৫, 12:03 PM

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ২৫ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। তিনি বক্তব্যে বলেন, দেশের মৎস্যসম্পদ টেকসই ব্যবস্থাপনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি জানান, মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে। এছাড়া কর্মসূচিতে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে প্রতিযোগিতা, মতবিনিময় সভা ও মৎস্যজীবীদের সহযোগিতা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনার কারণে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও কেন্দ্রীয় কর্মসূচি পূর্বে স্থগিত করা হয়েছিল। নিহতদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রকাশ করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমাঞ্চ আহম্মেদ, কৃষি কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান, ইউডিএফ বিপ্লব কুমার ঠাকুর, কাজী সাইফুল ইসলাম (ইউডিবিও, পিডিবিএফ), রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক আকন।