ঢাকা ২৩ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উদযাপন হজে অনিয়ম : ২ এজেন্সিকে জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অবশেষে ১ ডিসেম্বর সেন্টমার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ বড় পতনের পর সোনার দামে বড় লাফ রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি ইয়ারফোনের ব্যবহার কি শ্রবণশক্তি হারানোর শঙ্কা থাকে, যা বলছেন চিকিৎসক তিন সেঞ্চুরিতে তিলকের বিশ্বরেকর্ড জ্বালানি খাতে ৩ মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়' জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন

জাতীয় নাগরিক কমিটির ঢামেক প্রতিনিধি কমিটি গঠিত

#

২৩ নভেম্বর, ২০২৪,  11:08 AM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন। ১০৩ সদস্য বিশিষ্ট চিকিৎসকদের এ প্রতিনিধি কমিটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন—

ডা: আসিফ ইকবাল, ডা: সালাহ উদ্দিন আহমেদ, ডা: শাহরিয়ার কবির, ডা: রবিউল ইসলাম, ডা: মোবারক হোসেন, ডা: মাইনুল হাসান, ডা: গওসুল আজম, ডা: সুমন রান, ডা: ইমরান হোসেন, ডা: তারেক কামাল, ডা: আমিনুর রহমান, ডা: আশরাফুল ইসলাম, ডা: মো: আসাদুজ্জামান ডা: তৌসিফ আহমেদ সুপ্ত ডা: নওরোজ ডা: খালেদ সাইফুল্লাহ ডা: আরিফুর ইসলাম ডা: সারওয়ার  ডা: ফারজানা আক্তার মীম ডা: জাকিয়া সুলতানা ডা: রাফিকুন্নাহার রেনু ডা: ফারাহ তানজীম ডা: মোছা: শারমিন বেগম ডা: সাফিয়া খান ডা: ফারজানা সাথী ডা: তাসফিয়া আসরাফি ডা: সাদিয়া আফরিন বিশ্বাস ডা: মো: ইদ্রিস আলী ডা: মো: আলাউদ্দীন ডা: মোহাম্মদ জাবেদ মোর্শেদ ডা.আ.ক.ম.আশরাফুল হক ডা: এস.এম.এ.মুক্তাদির তামিম ডা: খান মনজুরুল ইসলাম ডা: আরিফ উদ্দিন ডা: মোহাম্মাদ বরকত উদ্দিন ডা: রাসেল আহমেদ ডা: কাজী আল—হোসনে জামিল।

৩৮. ডা: মো.মহিউদ্দিন সরকার, ৩৯. ডা: মো.আনিসুর রহমান, ৪০. ডা: মো.মিনারুল ইসলাম, ৪১. ডা.মো.রুবেল ইসলাম, ৪২. ডা: মোস্তাফিজুর রহমান, ৪৩. ডা: আকিল আল ইসলাম, ৪৪. ডা: আবু হেনা মোস্তফা কামাল, ৪৫. ডা: নিহাল বিন রশিদ ভূঁইয়া, ৪৬. ডা: মোহাম্মদ আলী, ৪৭. ডা: মো.আসাদুজ্জামান, ৪৮. ডা.আ.খ.ম.কামরুল হক, ৪৯. ডা.মো.মহিম আলী, ৫০. ডা.মো.জহির উদ্দিন জুয়েল, ৫১. ডা: কাউসার আলী, ৫২. ডা: সাখাওয়াত হোসেন, ৫৩. ডা: আব্দুল্লাহ ইবনে ইমন, ৫৪. ডা: মো.জাকির হোসাইন, ৫৫. ডা: অহিদুর রহমান, ৫৬. ডা: আশরাফুল ইসলাম রবিন, ৫৭. ডা: মো.শাহরিয়ার ইসলাম চৌধুরী, ৫৮. ডা: মুহাইমিন আবদুল্লাহ, ৫৯. ডা: নাজিরুম মুবিন, ৬০. ডা: মো.আব্দুল্লাহ আল—মামুন, ৬১. ডা: সামিউর রশিদ রিফাত, ৬২. ডা: আল—মাসুদ শেইখ, ৬৩. ডা: ফরিদুজ্জামান, ৬৪. ডা: তৌফিক ই—ইলাহি, ৬৫. ডা: জাকির হোসেন, ৬৬. ডা: মোবাশ্বের আহম্মেদ, ৬৭. ডা: মো.কাজী আব্দুর রউফ, ৬৮. ডা.সক.আব্দুল্লাহ আল—মামুন, ৬৯. ডা: আবু সালহে মোহাম্মদ ইদ্রিস, ৭০. ডা: হাবিব, ৭১. ডা. ফিরোজ মাহমুদ, ৭২. ডাঃ মোহাম্মদ খালেদ বিন ইসমাঈল, ৭৩. ডা: মোঃ নুরুল ইসলাম, ৭৪. ডাঃ এস এম জিকরুল ইসলাম, ৭৫. ডা: মোঃ শরিফুল ইসলাম, ৭৬. ডা: মোঃ মর্তুজা আহসান, ৭৭. ডা: মো. সাইফুল ইসলাম (পলাশ), ৭৮. ডা.শুদীপ্ত মুহাম্মদ, ৭৯. ডাঃ মোঃ মাসুম বিল্লাহ, ৮০. ডা: নাজমুস সাকিব, ৮১. ডাঃ মোঃ সাইফুর রহমান, ৮২. ডা: নাবিল আমিন খান, ৮৩. ডা: সাবরিন জাহান, ৮৪. ডা: ফারহানা আফরিন হক, ৮৫. ডা: আয়েশা আক্তার পুরবী, ৮৬. ডা: ওয়াফা বিনতে শফিক, ৮৭. ডাঃ রুবাইয়া রহমান, ৮৮. ডা.সাব্বির হোসেন সাগর, ৮৯. ডা.আবরার হামিম, ৯০. ডা.রিফাত মাহবুব প্রিজন, ৯১. ডা.সাবরিনা মনসুর, ৯২. ডা.সাবা বিনতে হাবিব, ৯৩. ডা.শামিমা আশা, ৯৪. ডা.ইউনুস আলি ইমন, ৯৫. ডা.সোহেল রানা রনি, ৯৬. ডা.নাজমুস সাকির, ৯৭. ডা.আব্দুল্লাহ আল নোমান ফরহাদ, ৯৮. ডা.ইসরাত জাহান জান্নাত, ৯৯. ডা.কনক ইয়াদাভ ঘোষ, ১০০. ডা.শাহিনুর নাহার চৈতী, ১০১. ডা.আরিফুল ইসলাম, ১০২. ডা.মুশফিক উজ জামান ও ১০৩. ডা.এম আর ইসলাম রাকিব।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।

এর আগে ১৮ নভেম্বর ঢাকার কলাবাগান থানায় ১০৯ সদস্যের, ১৭ নভেম্বর কদমতলী থানায় ৫৬ সদস্যের এবং ১৬ নভেম্বর ধানমন্ডি ও রামপুরা থানায় ৫১ সদস্যের, চকবাজার থানায় ৬৯ সদস্যের, কামরাঙ্গীরচর থানায় ২০৫ সদস্যের, লালবাগ থানায় ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি।

তারও আগে ১৩ নভেম্বর ভাটারা ও কাফরুল থানায়, ১০ নভেম্বর পল্লবী থানায়, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া ১২ নভেম্বর টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম