ঢাকা ১৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার টিটন ৫ দিনের রিমান্ডে এদেশে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে গেছেন সাবেক আইজিপি মামুন বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান হবে না: দুলু ভাঙারি দোকান দখল নিয়েই ব্যবসায়ীকে হত্যা: পুলিশ দিল্লিতে ভবন ধস, দুইজনের মৃত্যু হত্যার ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা: যুবদল সভাপতি সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব গলাচিপায় নলুয়াবাগী খাল দখল, জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ: সুইস গেটের আশ্বাস

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৪,  4:08 PM

news image

ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় সেখানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক এ তথ্য জানান। তবে কোনো কারণে ঈদুল ফিতরের দিন আবহাওয়া বৈরী থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা পরপর এসব জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর ৪টি এবং বেলা পৌনে ১১টায় সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বলে জানান আবু বকর সিদ্দীক। এদিকে ঈদুল ফিতরের নামাজের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। এই মুহূর্তে প্যান্ডেল তৈরি ও মাটি ভরাটসহ মাঠ সজ্জার বিভিন্ন ধরনের কাজ চলছে। ইতোমধ্যে প্যান্ডেলের জন্য বাঁশের খুঁটি বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ডেকোরেটর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, ২৬-২৭ রোজার মধ্যেই আমরা প্যান্ডেল নির্মাণের কাজ শেষ করার পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ১০ বা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ মাঠসহ আশপাশে প্রায় অর্ধ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া সাড়ে পাঁচ হাজার নারীর জামাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম