জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
০১ অক্টোবর, ২০২৫, 1:19 PM
NL24 News
০১ অক্টোবর, ২০২৫, 1:19 PM
জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ফয়জুল ইসলামঃ সাভারের ফুলাবাড়িয়া এলাকায় দীর্ঘ্যদিনের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। এঘটনায় দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে উভয়পাশে যান চলাচল হয়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ভুক্তভোগী এলাকাবাসীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে আটকা পড়ে শত শত গাড়ি। প্রায় দুই ঘন্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকজুলে সৃষ্ট যানজোটে দুর্ভোগে পড়ে পথচারী, বাসযাত্রীসহ সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সরিয়ে দিতে চেষ্টা করে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এবং সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে।
দুই ঘণ্টার অধিক সময় অতিবাহিত হওয়ার পর প্রামবাসীরা প্রশাসনের কথায় সকাল পৌনে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। মহাসড়ক অবরোধকারীরা জানায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় দীর্ঘদিন ধওে দলাবদ্ধতার সৃষ্টি হলেও এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। সামান্য বৃষ্টিতেই এলাকার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের বাড়িঘরে পানি উঠে যাওয়ায় অনেকেই পানিবন্ধী হয়ে পড়েছে। এছাড়া ময়লা ও পঁচা পানিতে চলাচলের কারনে অনেকের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিয়েছে। রাস্তাঘাটের এমন অবস্থায় পানি জমে থাকায় খালি পায়ে হাটা যায়না। এছাড়া অটোরিক্সা কিংবা ঝুঁকি নিয়ে পায়ে হেটে চলাচল করতে গিয়ে পানির নীচে তলিয়ে থাকা ড্রেনের মধ্যে পড়ে ঘটনা দূর্ঘটনা। পোশাক শ্রমিক রাজিব হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলেই শোভাপুর ও ফুলবাড়িয়াসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিত পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোনো সুরাহা হয়নি।
এজন্য জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীরা একজোট হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। চাকুরীজিবী ইকরামুল হক বলেন, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকার বিভিন্ন রাস্তাঘাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে। এছাড়া সারা বছর জুড়েই এলাকায় জলাবদ্ধতা লেগে থাকায় এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। কিন্তু জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের প্রতিকার না করায় আমরা বাধ্য হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবস্থান নিয়েছি। অবিলম্বে আমাদের সমস্যা সমাধানের জন্য মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। স্থানীয়রা জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই ঘণ্টার অধিক সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পওে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে সড়কটিতে কোন অবরোধ নেই। তবে দীর্ঘক্ষন গাড়ি চলাচল বন্ধ থাকায় কিছুটা চাপের কারনে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।