সংবাদ শিরোনাম

নিজস্ব প্রতিনিধি
৩১ আগস্ট, ২০২৫, 1:14 PM

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে জেলার সদর উপজেলার মৌগাতি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য দুজাহান ও রফিক নামে দুজনের নাম জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। রোববার (৩১ আগস্ট) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজে মারা যান।
সম্পর্কিত