ছয় জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
২৭ এপ্রিল, ২০২৩, 9:04 PM
নিজস্ব প্রতিনিধি
২৭ এপ্রিল, ২০২৩, 9:04 PM
ছয় জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু
দেশের ছয় জেলায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর–
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন: শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১৪)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমবাগানে কাজ করার সময় ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সাতক্ষীরা: বৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে সদর উপজেলার ঝাউডাঙ্গার বিহারিনগরে অহেদ মিস্ত্রির ছেলে আব্দুল্লাহ মিস্ত্রি মারা গেছেন। একই সময়ে কলারোয়া উপজেলার কায়বা গ্রামের কামরুল ইসলাম নামে আরও একজন বজ্রপাতে মারা যান।
মেহেরপুর: মুজিবনগর উপজেলায় বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক শাহাবুদ্দিন দারিয়াপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলীমুদ্দীনের ছেলে। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলায় মাঠে করলা তোলার সময় বজ্রপাতে সাইদুল মৃধা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাইদুল উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই সাইদুলের মৃত্যু হয়।
যশোর: শার্শা উপজেলায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে কৃষক আজিজুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। মৃত আজিজুল ইসলাম একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে। ঘোষজোহরা ক্লিনিকের চিকিৎসক ডা. হাবিবুর রহমান হাবিব বলেন, ক্লিনিকে আনার আগেই আজিজুলের মৃত্যু হয়েছে।