চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বার্সার বিদায়
০৯ ডিসেম্বর, ২০২১, 10:45 AM
NL24 News
০৯ ডিসেম্বর, ২০২১, 10:45 AM
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বার্সার বিদায়
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বার্সেলোনা। অবশ্য, চলতি মৌসুমে কাতালান ক্লাবটির যে পারফরম্যান্স, তাতে এমনটা যে হবে সেটা আগেই ধারণা করা হয়েছিল। এখন জাভির শীষ্যদের ইউরোপা লিগ খেলতে হবে। বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় বার্সেলোনা। নকআউট পর্বে যেতে হলে এই ম্যাচটি জেতার কোনো বিকল্প ছিল না কাতালুনিয়ানদের সামনে। কিন্তু বায়ার্নের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরেছে তারা। ফলে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে গিয়েছে বায়ার্ন মিউনিখ ও বেনফিকা। পরবর্তী রাউন্ডে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা সর্বশেষ ২০০০-০১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছিল বার্সা। আর ক্লাবের ইতিহাসে এমনটা ঘটেছিল মাত্র তিন বার। এবার মিলে সেই সংখ্যাটা চারে পরিণত হলো।