ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

চূড়ান্ত হয়নি এইচএসসির ফল প্রকাশের দিন

#

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  11:34 AM

news image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা– অক্টোবরের মধ্যভাগেই ফল প্রকাশ সম্ভব হবে। খাতা মূল্যায়ন কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও হয়নি। তবে তিনবার পরীক্ষা পেছানোর কারণে খাতা মূল্যায়নে দেরি হলেও অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, যখন সিদ্ধান্ত হবে তখন তা সবাইকে জানানো হবে।

আপাতত আমরা খাতা মূল্যায়নের কাজ সঠিকভাবে শেষ করায় বেশি গুরুত্ব দিচ্ছি। মূলত, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যাবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি– ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন। পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের আরেকটি সূত্র বলছে, লিখিত পরীক্ষা পিছিয়ে গেলেও তারা প্রথম প্রকাশিত রুটিন ধরে ফল প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছেন। তাই তারা ১৩ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছেন। কারণ, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং ১৩ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পুনরায় সূচি প্রকাশ করতে হয়, ফলে পরীক্ষা শেষ হতে কিছুটা সময় বেশি লেগেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম