ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আমারও বলব বাংলা-বিহার-উড়িষ্যা ফিরিয়ে দাও: রিজভী দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসালো জিপিএস ট্র্যাকার নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ গ্রেফতার ৯ পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি সব নাগরিকের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প!

চুলের যত্নে চা পাতা

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  11:21 AM

news image

সকালে এক কাপ চা আমাদের সারাদিনের সতেজতার রসদ দিয়ে দেয়। চা ছাড়া পুরো একটা দিন যেন ভাবাই যায় না তবে জানেন কি চা কিন্তু আমাদের চুলের যত্নেও ভীষণ ভাবে উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যানথেল। যা চুলের বৃদ্ধি, চুল পড়া রোধ, চুলকে ঝলমলে করে তোলে। চলুন জেনে নেই চা কিভাবে আমাদের চুলের যত্নে ব্যবহৃত হয়: 

নিষ্প্রাণ চুলের যত্নে

চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রাখুন

অনেকের চুল ভেঙে যায়। এ সমস্যা থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন ব্ল্যাক টি। যাদের চুলে উজ্জ্বলতা নেই তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন চায়ের লিকার ব্যবহারে। দুই ক্ষেত্রেই চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। 

চুলের উজ্জ্বলতা ধরে রাখতে

চা পাতা ফুটিয়ে গরম করে নিন

চুলের উজ্জ্বলতার জন্য চায়ের লিকার দিয়ে কন্ডিশনারও বানিয়ে নিতে পারেন। চা পাতা ফুটিয়ে গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে ছেঁকে লেবুর রস দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে।

খুশকির সমস্যায়

এই প্যাক নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে

শীতকালে অনেকের চুলে খুশকি দেখা যায়। তারা চাইলে চা পাতার প্যাক করে নিতে পারেন। এই প্যাক নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে। ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এরপর ঠাণ্ডা করে চুলে ব্যবহার করুন। এতে চুলের খুশকি দূর হবে ও চুল উজ্জ্বল হবে।

চুল পড়া রোধে 

চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে

চুল পড়া রোধ ও চুলের বৃদ্ধিতে কাজ করে চায়ের লিকার। চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর এই পানি চুল ও মাথার তালুতে স্প্রে করতে হবে। নিয়মিত করলে চুল পড়া কমবে এবং চুলের বৃদ্ধি ভালো হবে।

চুল পাকা রোধে

পাকা চুলে কালো রং পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক করে নিন

অনেকের কম বয়সে চুল পাকতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়ের লিকার ব্যবহার করতে পারেন। পাকা চুলে কালো রং পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক করে নিন। এই প্যাক চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে দিন। চুল শুকিয়ে এলে শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম