ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
চলতি মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত ইতিহাস গড়ে হকির বিশ্বকাপে বাংলাদেশ চাঞ্চল্যকর ফয়সাল হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি আঞ্চলিক উত্তেজনায় সংযমের আহ্বান জানালেন তারেক রহমান মিশরের ইতিহাস দেখার অভিজ্ঞতা মনে প্রাণবন্ত হয়ে থাকবে: মেহজাবীন সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগ্রেসরা বিজেপি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : রিজভী আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, গ্রেপ্তার ৭

চাঁদপুরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৮

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৪,  10:52 AM

news image

চাঁদপুর শহরে কিশোর গ্যাংরা অস্ত্র নিয়ে মহড়া চালিয়ে হামলার ঘটনা ঘটাচ্ছে। পৃথক ঘটনায় ২ জন কিশোরকে কুপিয়ে রক্তাক্ত জখম করলে থানায় মামলা হয় এবং পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। গত কয়েকদিনে কিশোর গ্যাংয়ের অস্ত্রের ঝনঝনানিতে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

সোমবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতের নেতৃত্বে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া, থানা পুলিশ ও ডিবি পুলিশ সদস্যরা শহরে অভিযান চালায়। এসময় ৮ জন কিশোরকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, অর্ধশতাধিক পুলিশের একটি দল শহরের কালিবাড়ী, কোর্ট স্টেশন, সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড, রেললাইন, মিশন রোড, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বড় স্টেশন ও প্রেসক্লাব সড়কে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন কিশোর ও যুবকদের পুলিশ তল্লাশি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ওসি বাহার মিয়া হাসান আলী স্কুল মাঠ এলাকা থেকে ইয়াবাসহ বাবুরহাটের শামীম শেখ (মান্না) ও তাসফির মিজিকে আটক করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি পুলিশের নিয়মিত অভিযান। আটক কিশোরদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের অভিভাবকদের ডাকা হবে। তিনি আরও বলেন, অভিযানকালে আমরা রেললাইন এলাকায় সন্ধ্যার পরে কিশোর বয়সীরা যাতে আড্ডা দিতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করেছি। সেইসঙ্গে শহরের অটোরিকশা স্ট্যান্ডের ব্যবসায়ীদের কিশোর গ্যাং সম্পর্কে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, শহরে কিশোর গ্যাং দমাতে মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সন্দেহভাজন কয়েকজন কিশোরকে ধরা হয়েছে। পাশাপাশি পুলিশ মাদকসহ দুজনকে ধরতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় শহরের ছায়াবানী এলাকায় পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঢালীর ঘাট এলাকার স্কুল ছাত্র রাশেদ (১৫) গুরুতর আহত হয়। এর আগে শনিবার রাতে শহরের পুরাণ বাজার জাফরাবাদে ওয়াজ শুনতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আল-আমিন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিফাত পাটওয়ারী গুরুতর আহত হয়। তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম