ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

চলতি বছর ডেঙ্গুতে শুধু ঢাকাতেই ১০০ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  11:08 AM

news image

ক্রমেই ভয়ানক হয়ে উঠছে ডেঙ্গু। এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি বিরাজ করছে ঢাকায়। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁয়েছে এ বিভাগে; যেখানে চলতি সেপ্টেম্বর মাসের ২৫ দিনেই মৃত্যু হয়েছে ৫৫ জনের। প্রাণহানির পাশাপাশি আক্রান্তের হারেও সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮১০ জন। অন্যদিকে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। ২৫ জন আক্রান্তের বিপরীতে একটিও প্রাণহানি হয়নি এ বিভাগে। মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এ বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের এবং রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৯২৮ জন। এ ছাড়া চলতি বছর বরিশালে মৃত্যু হয়েছে ১৩ জনের, রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৯৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজনের এবং রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৪ জন। ময়মনসিংহে এ সময়ে ৬০৫ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে একজনের। এর বাইরে রাজশাহীতে ৪৭৯ জন, রংপুরে ২৫৬ জন এবং সিলেটে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হলেও এই তিন বিভাগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিকে, সবশেষ বুধবারের (২৫ সেপ্টেম্বর) হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারানো দুজনই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ হাজার ৫৫৫ জন। আর এই সময়ে মারা গেছেন মোট ১৩৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম