চটজলদি উজ্জ্বলতায় আপেলের ফেসপ্যাক
লাইফস্টাইল ডেস্ক
০৩ অক্টোবর, ২০২২, 11:04 AM
লাইফস্টাইল ডেস্ক
০৩ অক্টোবর, ২০২২, 11:04 AM
চটজলদি উজ্জ্বলতায় আপেলের ফেসপ্যাক
আপেল খুবই উপকারী একটি ফল। গুণাগুণের দিক থেকে আপেলের স্বাস্থ্যগুণ অনেক। প্রতিদিন সকালে একটি আপেল খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। খাওয়ার পাশাপাশি আপেল দিয়ে রূপচর্চাও করে নিতে পারেন খুব সহজে। কারণ, আপেলে রয়েছে ভিটামিন সি। যা আপনার ত্বকের প্রাণ ফিরিয়ে দিতে সাহায্য করে।
আপেল দিয়ে সহজেই ফেসপ্যাক তৈরির প্রণালী-
মুখে যাদের ব্রণের সমস্যা আছে, তাদের জন্য এ প্যাকটি খুবই উপকারী। এক চা চামচ গ্রেট করা আপেলের সঙ্গে ১-২ চা চামচ লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণের ওপর পনেরো মিনিট লাগিয়ে রাখুন। সামান্য জ্বলতে পারে, তবে কিছুক্ষণের মধ্যে জ্বালাপোড়া কমে যাবে। পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের জন্য পাত্রে এক চা চামচ গ্রেট করা আপেল, এক চা চামচ টকদই, এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুণ পনেরো মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে।
শুষ্ক ত্বকের জন্য পাত্রে এক টেবিল চামচ গ্রেট করা আপেল এবং ১-২ চা চামচ অলিভ অয়েল নিতে হবে। এরপর ভালো করে ফেটিয়ে (মিশিয়ে) নিতে হবে। প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে। বিশ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
মিশ্র ত্বকের জন্য এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সঙ্গে ১-২ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
এ ছাড়াও চটজলদি যদি কোনো অনুষ্ঠানের জন্য ত্বকের উজ্জ্বলতা পেতে চান, তাহলে এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সঙ্গে এক চা চামচ বেদানার রস ও এক চা চামচ টকদই মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর এক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেললেই পাবেন উজ্জ্বল ত্বক।