ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

গোমতীর পানি দ্রুত বাড়ছে, প্রস্তুত ৫৮৩ আশ্রয়কেন্দ্র

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুলাই, ২০২৫,  10:58 AM

news image

টানা মাঝারি ও ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি। এই ভাবে পানি বাড়তে থাকলে ২৪ এর মতো আবারও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। এতে গোমতী নদীর আশপাশের স্থায়ী বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতে বৃষ্টি বন্ধ হওয়ায় পানির স্রোত কিছুটা কমেছে। পরিস্থিতি বিবেচনায় বন্যার সতর্কতা জারি করা হবে। বুধবার (৯ জুলাই) বিকেলে গোমতী নদীর পানি ৮ দশমিক ৮৩ সেন্টিমিটারে প্রবাহিত হতে দেখা গেছে। যা বিপৎসীমার ৩ মিটার নিচে। গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩০ সেন্টিমিটার। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  পানি উন্নয়ন বোর্ড সূত্রমতে, আকস্মিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাড়াড়ি ঢলে গত ২৪ ঘণ্টায় গোমতীর পানি ৫ মিটারের মতো পনি বৃদ্ধি পেয়েছে। কুমিল্লা অঞ্চলের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সেই পানি গোমতী দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে আসছে। যার ফলে গোমতী দনীর পানির লেভেল বেড়েছে।  কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান বলেন, টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি থেমে গেলে এবং উজানের ঢল বন্ধ হলে বিপদ কেটে যেতে পারে। না হলে বন্যার শঙ্কা থাকে। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এদিকে, কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (৮ জুলাই) বেলা ৩টা থেকে বুধবার (৯ জুলাই) বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার মাঝারি বৃষ্টি হলেও বুধবার থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও ছিল কোথাও কোথাও। আগামী দুই-এক দিন একই অবস্থায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছার বলেন, মঙ্গলবার থেকে গোমতী নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো বিপদ সীমার তিন মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম বন্যা প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ ও শুকনো খাবার এবং জিআর চাল মজুত রাখা হয়েছে। একই সঙ্গে ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম