আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৩, 1:16 PM
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর
ইরানের সাবেক উপমন্ত্রী আলিরেজা আকবারির বিরুদ্ধে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এতে বলা হয়, যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক আকবারির সঙ্গে 'শেষ দেখা' করার জন্য পরিবারের সদস্যদের গত বুধবার কারাগারে ডাকা হয়। তার স্ত্রী জানান, ওই সময় কারাগারে আকবারিকে নির্জন কক্ষে রাখা হয়েছিল। ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবারিকে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলিরেজা আকবরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে আভিযোগ, তিনি দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করেছেন। আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর না করতে এবং অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানায় যুক্তরাজ্য। কারণ ইরানের পাশাপাশি আকবরীর যুক্তরাজ্যেরও নাগরিকত্ব রয়েছে। তবে যুক্তরাজ্যের আহ্বানে কর্ণপাত না করে দ্রুততম সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান।