আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি, ২০২৩, 10:54 AM
গুগলে সার্চ করে মানুষ হত্যার কৌশল শিখে স্ত্রীকে খুন!
গুগলে সার্চ করা হয় কীভাবে মানুষকে খুন করা যায়। গুগল থেকে মানুষ হত্যার কৌশল শিখেই খুন করা হয় স্ত্রীকে। আর এতেই ভারতের উত্তরপ্রদেশ থেকে এক যুবকবে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভি
স্ত্রীকে হত্যাকারী ব্যক্তির নাম ভিকাস। তিনি অভিযোগ করে বলেন, ছিনতাইকারীদের হামলায় স্ত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে শেষ পর্যন্ত পুলিশ স্ত্রীকে হত্যার কারণ হিসেবে প্রেমিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পায় ওই ব্যক্তির। গাজিয়াবাদের মোদীনগরের বাসিন্দা বিকাশ শুক্রবার হাপুরের কাছে জাতীয় সড়কে তার স্ত্রী সোনিয়া ছিনতাই হওয়ার কথা পুলিশকে জানায়। এরপরই পুলিশ সেখানে গিয়ে তার মৃতদেহ খুঁজতে থাকে।
পুলিশ তার ফোন চেক করে দেখতে পান কীভাবে মানুষ হত্যা করা যায় তা তিনি গুগলে সার্চ করেছেন। এরপরই তিনি একটি ইকমার্স থেকে বিষয় কেনার চেষ্টা করেন। সঙ্গে কীভাবে বন্দুক কেনা যায় তাও গুগলে সার্চ করেন ভিকাস। হাপুর পুলিশ সুপার দীপক ভুকার জানান, তাদের বিয়ের কয়েক বছর পর বিকাশের বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য দুজনের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর থেকেই ভিকাস সোনিয়াকে হত্যার ষড়যন্ত্র করে আসছিল। এবং শুক্রবার তাকে হত্যা করা হয়। স্ত্রীকে হত্যার করা দায়ে ভিকাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুতই তার প্রেমিকাকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।