
আইটি ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২১, 10:43 AM

গুগলকে ৯৮ মিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া
রাশিয়ার আদালত এবার মার্কিন টেক জায়ান্ট গুগলকে লাখ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। রাশিয়ায় অবৈধ বলে বিবেচিত কনটেন্ট মুছতে বারবার ব্যর্থতার জন্য মস্কোর একটি আদালত এ জরিমানা করে। তুর্কি সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, গুগলকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল বা ৯৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে রাশিয়া। তবে আদালতের প্রেস সার্ভিসের ঘোষণায় জরিমানা করার আপত্তিকর কনটেন্ট সম্পর্কে বিশদ কিছু উল্লেখ করা হয়নি। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় এই প্রথম কোনো প্রযুক্তি জায়ান্টকে তাদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, যে তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে। রাশিয়ান কর্তৃপক্ষ চলতি বছর প্রযুক্তি সংস্থাগুলোর ওপর চাপ বাড়িয়েছে। তারা কোম্পানিগুলোর ওপর কনটেন্ট সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে। এদিকে, গুগলকে জরিমানা করার পরপরই একই ইস্যুতে অর্থাৎ ব্যানড কনটেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত। এ ছাড়া, এই সপ্তাহের শুরুতেই একই ধরনের অভিযোগের জন্য টুইটার ৩ মিলিয়ন রুবলের জরিমানা রাশিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। প্রসঙ্গত, গুগলের এই জরিমানাটি, সংস্থার বার্ষিক আয়ের শতাংশ হিসেবে গণনা করা হয়েছে বলে জানিয়েছে ইন্টার ফ্যাক্স সংবাদ সংস্থা।