ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতেই : তাহের জাতীয় নির্বাচন ভালো হবে, যার প্রতিফলন দেখা গেছে ডাকসুতে: প্রেস সচিব বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল দাম কমলো জেট ফুয়েলের লাইফ সাপোর্টে ফরিদা পারভীন জামিন পেলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী জালাল জাকসুর ২ হলে ভোটগ্রহণ বন্ধ মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরির নামে মামলা সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করবে আগামীর পথরেখা: আলী রীয়াজ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৪,  2:03 PM

news image

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়াতে এপিএল অ্যাপারেলস নামে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এদিকে, আশুলিয়ায় গতকাল সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকরা এই কারখানা সামনে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে।  শ্রমিকদের দাবি, মালিকপক্ষ তাদের বেতন দিচ্ছে না তিন মাস ধরে। তারা অবিলম্বে বেতনের দাবি জানান। এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইলের বুড়িরবাজার এলাকার লেঅফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। গতকাল সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও চলছে।  এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। তৈরি হয়েছে তীব্র যানজট। শ্রমিকরা জানান, গেল ২৮ আগস্ট বার্ডস গ্রুপের চারটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ২০০৬ এর ১২(৮) ধারায় লে-অফ ঘোষণা করা হয়। গতকাল শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ।  শিল্পাঞ্চলের আর কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।  শিল্প পুলিশ জানায়, সকাল থেকে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। তবে অভ্যন্তরীন সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। আজ কতগুলো কারখানা বন্ধ কিংবা ছুটি রয়েছে তা জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম