ঢাকা ২৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মুসলমানদের বেআইনিভাবে তাড়িয়ে দিচ্ছে ভারত অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিল ইসরাইল রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয়: ফখরুল খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলিতে নিহত ৪ এবার মারা গেলেন মাইলস্টোনের অফিস সহায়ক মাসুমা নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে এআই: সিইসি স্বাভাবিক হয়নি মাইলস্টোনের পরিবেশ, রোববার ও সোমবার ছুটি ঘোষণা শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ উপকূলে নিম্নচাপের প্রভাব, ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা ঝালকাঠিতে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

গাজীপুরে আজকেও শ্রমিকদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৪,  1:07 PM

news image

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানা এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে ধরেন ফ্যাশন কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে বেক্সিমকো কারখানার শ্রমিকরা। এছাড়া কারখানা খুলে দেওয়ার দাবিতে ডরিন ফ্যাশনের শ্রমিকরা মহাসড়কে অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ কাজ করছে। শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ কারণে মঙ্গলবারও আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গত রোববার কারখানা খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দিয়ে দেওয়া হয়। অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দিয়ে কারখানাটি গতকাল থেকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে শুরু করেন। একপর্যায়ে তারা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। দুটি কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম