গত বছরটি আমাকে বদলে দিয়েছে : প্রভা
১১ জানুয়ারি, ২০২২, 11:04 AM
NL24 News
১১ জানুয়ারি, ২০২২, 11:04 AM
গত বছরটি আমাকে বদলে দিয়েছে : প্রভা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি আলোচনায় এসেছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে। প্রভা ও ইমরান- কেউ সম্পর্কের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে প্রভার নতুন পোস্ট ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভা জানিয়েছেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন :
গত বছরটি আমাকে বদলে দিয়েছে...
এটি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে ঘটনা ঘটতে থাকবে এবং সেগুলো যত মন্দই হোক তাকে গ্রহণ করতে হবে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী। অনেক চেষ্টা করেও কাউকে ধরে রাখা যায় না। আবার যত অঘটনই ঘটুক, যে থাকার সে থাকবেই। আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও আমি গত বছর শিখেছি। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না। গত বছরটি আমার জন্য গেম চেঞ্জার ছিল।