ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহ উদ্দিন চব্বিশের আন্দোলন দমনে ২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে চার লাখ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি গণতন্ত্রকামী সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা ভারত-বাংলাদেশ উত্তেজনা প্রসঙ্গে যা বললেন রাশিয়ার রাষ্ট্রদূত ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী: সিইসি

গণতন্ত্রকামী সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  4:17 PM

news image

দেশের সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। ৭৮ বছর বয়সে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান বাস্তবতায় তার প্রতিফলন দেখছেন না। সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এটি শুধু নির্দিষ্ট কোনো গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এতে মানুষের স্বাধীনভাবে চিন্তা করা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই চেতনাতেই আজ আঘাত এসেছে। এ পরিস্থিতিতে কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষের ঐক্য অপরিহার্য। মির্জা ফখরুলের ভাষায়, যারা অন্ধকার থেকে আলোতে যেতে চান এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের শুধু সচেতন হলেই চলবে না—এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদসহ সম্পাদক পরিষদের সদস্য ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম