ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রায়গঞ্জ ও উল্লাপাড়ায় নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার বরগুনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী ১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের জন্য ‘প্যাক্টঅ্যাপ’ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে বাসে আগুন ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ

খুনি হাসিনা ও ছাত্রলীগ-যুবলীগের ঠিকানা এ দেশে হবে না: সাদিক কায়েম

#

১১ নভেম্বর, ২০২৫,  1:12 PM

news image

খুনি হাসিনা ও ছাত্রলীগ-যুবলীগের ঠিকানা এ দেশে হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীতে ‘রান উইথ জবি শিবির’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।  তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে। আগামীর বাংলাদেশে খুনি হাসিনা ও তার নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঠিকানা হবে না।  ডাকসু ভিপি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় আছে। আমরা সবাইকে শনাক্ত করে বিচারের মুখোমুখি দাঁড় করাব। তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। খুনি হাসিনাসহ তার দোসরদের বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন করতে হবে।তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন, এদেরকে প্রতিরোধ করতে হবে। সাদিক কায়েম বলেন, ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব দেখতে পেয়েছি। আজ এই কর্মসূচি থেকে মেসেজ হলো– আমরা তরুণ প্রজন্ম যদি দেশের জন্য কিছু করতে চাই, তাহলে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। আমরা দেখছি আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এর একটা কারণ হলো শরীরচর্চা না করা। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির এ ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করে আসছে। ফ্যাসিস্ট আমলে জনপরিসরে আমাদের এ কার্যক্রমগুলো করতে দেওয়া হয়নি। এ সময় শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম