NL24 News
৩০ ডিসেম্বর, ২০২৫, 4:05 PM
খালেদা জিয়ার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আপসহীন এই রাজনৈতিক নেত্রী। তার মৃত্যুতে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, শোকাহত হয়েছে দেশের বিনোদন জগতও। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় খালেদা জিয়াকে স্মরণ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা।
অনেক তারকাই বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা ফেসবুক পোস্টে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার চিরবিদায় ইতিহাসে অমলিন হয়ে থাকবে। একজন মহীয়সী নারীর প্রস্থান দেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল।
চিত্রনায়িকা শবনম বুবলী তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নির্মাতা আশফাক নিপুন লেখেন, আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার প্রতীক। বিরোধীদের অমানবিক আচরণের মুখেও আপনি নিজেকে সমুন্নত রেখেছেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।