ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
নিশিসহ ছাত্রলীগের তিন নেতা ৫ দিনের রিমান্ডে কুয়েটে হামলায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা আসিফ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ২৭তম বিসিএসের ১১৩৭ জন চাকরি ফেরত পাবেন কিনা, জানা যাবে কাল সিন্ডিকেটের কবলে ভোজ্যতেল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রতিবেদন মার্চেই দাখিলের আশা চিফ প্রসিকিউটরের নাইকো দুর্নীতি মামলার রায় আজ ৫ সংস্কার কমিশনের বাড়ল মেয়াদ সাত কলেজ সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান রেকর্ড বই তোলপাড় করা ম্যাচে জিতল যুক্তরাষ্ট্র

ক্রিকেট খেলার জেরে নামাজরত মুসল্লিদের ওপর হামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  11:18 AM

news image

ক্রিকেট খেলার জেরে কুমিল্লার দেবিদ্বারে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ইব্রাহিম, ফতেহাবাদ গ্রামের ইসমাইল (৩৫), কামরুল (১৯) ও কাওসার (২৮)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের ছেলেদের সঙ্গে ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের মারামারি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকালে নয়াকান্দি গ্রামের একজনকে মারধর করা হয়। রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের ছেলেরা ফতেহাবাদ গ্রামের কামরুলকে রাস্তায় পেয়ে মারধর করে। এ সময় কামরুলের সঙ্গে থাকা সহপাঠীরা দৌড়ে মসজিদে আশ্রয় নিলে তারা সেখানে গিয়ে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা তাদের বাধা দিলে তারা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিমসহ চারজনকে পিটিয়ে আহত করে। এ পর্যায়ে মসজিদের ইমাম মাইক দিয়ে ঘোষণা দেন মসজিদে ডাকাত পড়েছে। পরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল বলেন, ১০ থেকে ১২ জন যুবক মসজিদে ঢুকে এলোপাতাড়ি দরজা, জানালা ও গ্লাস ভাঙচুর করে। তাদের প্রত্যেকের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদব ইব্রাহিম বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি ঘটনায় এক পক্ষের ছেলেরা মসজিদে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম