ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ক্যানসারের কাছে হার মানলেন শাবিপ্রবি শিক্ষার্থী সিনথিয়া

#

৩০ অক্টোবর, ২০২১,  1:02 PM

news image

দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।  শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা। জানা যায়, সাবিকুন্নাহার সিনথিয়া দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত। ঢাকা পিজি হাসপাতালে অনেক দিন যাবৎ তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে তাকে বাড়িতে নেওয়া হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছয়টি কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। তিনটি কেমোথেরাপি দেওয়া সম্পন্ন হয়েছে। এতেও তার শরীরের কোনো উন্নতি দেখা যায়নি। গতকাল রাত সিনথিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলা বিভাগ। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম