ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

কোচের সঙ্গে দ্বৈরথে জাতীয় দল থেকে অবসরে হাকিম জিয়াচ

#

স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:05 AM

news image

চেলসি ফরোয়ার্ড হাকিম জিয়াচ জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে ফেরার তার আর কোনো পরিকল্পনা নেই। এমনকি মরক্কো যদি ২০২২ কাতার বিশ্বকাপও নিশ্চিত করে তবে তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না। বয়স মাত্র ২৮, মরক্কোর বর্তমান প্রজন্মেরও সেরা ফুটবলার তিনি। তারপরও হঠাৎ করে জিয়াচের অবসর নেওয়ার কারণ— কোচ ভাহিদ হালিহোদজিচের সঙ্গে দ্বৈরথ। সাবেক এই আয়াক্স তারকা জানিয়েছেন, ভালোর জন্য আন্তর্জাতিক ফুটবল ছাড়ছেন তিনি। অনেকদিন ধরে হালিহোদজিচের সঙ্গে তর্কযুদ্ধ চলছে জিয়াচের। গত মধ্য জুনে এক প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দু’জনের বাগ-বিতণ্ডা শুরু। হালিহোদজিচের অভিযোগ, ম্যাচটি না খেলার জন্য চোটের ভান বা প্রতারণা করেন জিয়াচ। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন চেলসি ফরোয়ার্ড। ব্যাপারটি এতদূর গড়ায় যে, সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অব নেশনসেও দেখা যায়নি জিয়াচকে।

আর বছরের জুন থেকে অ্যাটলাস লায়ন্সদের হয়েও আর খেলেননি তিনি। এবার জাতীয় দলের জার্সিতে আর না খেলার প্রসঙ্গে জিয়াচের বক্তব্য, ‘আমি আর জাতীয় দলে ফিরব না, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ক্লাবের হয়ে যা করছি তার দিকেই ফোকাস থাকবে এখন।’ গত জুনে ঘানা ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর বসনিয়ান কোচ হালিহোদজিচের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান জিয়াচ। জাতীয় দলকে সময় দেওয়া নিয়ে ২৮ বছর বয়সী তারকার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন কোচ। যার ফলে মরক্কোর বিশ্বকাপ অভিযানের গ্রুপ পর্বের ছয় ম্যাচে খেলেননি জিয়াচ। হালিহোদজিচেরও ইচ্ছে নেই, আগামী মাসে হতে যাওয়া ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর বিপক্ষে প্লে-অফের দুই লেগে এই তারকাকে স্কোয়াডে রাখার। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নিশ্চিত করতে হলে প্লে-অফে জিততে হবে মরক্কোকে। এর আগে স্বাগতিক ক্যামেরুনের বিপক্ষে হেরে তারা বিদায় নেয় আফ্রিকা নেশনস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। জিয়াচকে ছাড়া কী মরক্কো পারবে বিশ্বকাপ নিশ্চিত করতে? জাতীয় দল যা করুক না কেন, নিজ সিদ্ধান্তে অটল চেলসি তারকা, ‘গত সময়গুলোতে সবাই দেখেছে কী ঘটেছে। আমি বিমর্ষ। তবে আমার সিদ্ধান্ত চূড়ান্ত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম