কেরানীগঞ্জে অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ২
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২২, 10:16 AM

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২২, 10:16 AM

কেরানীগঞ্জে অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ২
ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করা হইয়েছে বলে জানায় র্যাব। এর আগে গতকাল সোমবার (১৭ জানুয়ারি) সকালে কদমতলী এলাকা থেকে শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,
সোমবার সকাল ১০ টার দিকে কেরাণীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে মিটফোর্ড হাসপাতাল মর্গে। রোববার সকাল ১০ টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে এ ঘটনায় কেরাণীগঞ্জ থানায় মামলা করেছে নিহতের ভাই শহীদুল ইসলাম খোকন। এরইমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।