
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৫, 1:00 PM

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৭৩) নামে আজ এক কয়েদি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সোমবার (২৮ জুলাই) ভোরের দিকে এ ঘটনা ঘটে। কারারক্ষী মো. আরমান জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ইউসুফ আলী মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ইউসুফ আলীর কেন্দ্রীয় কারাগারের হাজতি নাম্বার ১৪১২/২৫। তিনি মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার নূর হোসেন মিয়ার সন্তান। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।