ঢাকা ২০ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
অনলাইন গেম ফ্রি ফায়ার আসক্তিতে বিপর্যস্ত যুবসমাজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে যা বললেন আমির খসরু পুলিশের ওপর হামলা নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি ১৪ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি জমি নিয়ে হয়রানি থামাতে সরকারের বিশেষ উদ্যোগ জন্মদিনে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান আধিপত্যের দ্বন্দ্ব ও বড় অঙ্কের অর্থ লেনদেনে খুন আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর তেঁতুলিয়ায় বেড়েছে শীতের আমেজ, তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি আজ থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু

কৃতিদের সম্মানে হাজি জানে আলম স্কুলে বর্ণিল আয়োজন

#

১৯ নভেম্বর, ২০২৫,  12:38 PM

news image

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।  গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি এসএসসি ও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিদা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রবীর কান্তি মজুমদার ও সহকারি শিক্ষক মনছুর আলী,র পরিচালনায় ও প্রধান শিক্ষক মোঃ নুরুল হাকিম এর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবুল বশর, মোসাম্মদ হাসিনা আক্তার,মোঃ তৈয়বুল আলম, ডা. মোঃ জাহিদুল ইসলাম জয়,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,এস এম ইকবাল,নিজাম ফারুক,মোঃ নুরুল কবির,নাছির উদ্দীন,মোঃ বাদশা,আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করা হয়। সংশ্লিষ্টরা বলেন— শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম