ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সংসদ থেকে হারিয়ে গেছে ৯০ লাখ টাকা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়: ডিএমপি কমিশনার সাবেক মন্ত্রী ফরহাদ ৫ দিনের রিমান্ডে ভারতের বিরুদ্ধে খেলতে দেশ ছাড়লেন শান্তরা মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা ভোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: দুর্যোগ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নেই: বিজিএমইএ

কুসিক নির্বাচন : প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  11:03 AM

news image

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কুসিক নির্বাচনের মাঠ। এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ। ইতোমধ্যেই চলছে প্রচারণা। প্রচারণার ১৩তম দিনে সকাল থেকে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বুধবার (৮ জুন) বেলা ১২টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ফুনকা ব্রিকস্ এলাকায় গণ-সংযোগের মধ্যদিয়ে ৩তম দিনের প্রচারণা শুরু করার কথা রয়েছে নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের। এর আগে মঙ্গলবার (৭ জুন) রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে একাধিক উঠান বৈঠক করেন তিনি।

এদিকে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ২ নম্বর ওয়ার্ডের মগবাড়ি চৌমুহুনী এলাকা থেকে গণ-সংযোগ শুরু করার কথা রয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ১০টায় নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাটপাড়া, ছোটরা ও বিষ্ণপুর এলাকা থেকে প্রচারণা শুরু করবেন। এ ছাড়াও ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার -প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়। উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম