কুতুবদিয়ায় সাগরপাড়ে ভাঙন আতঙ্ক
নিজস্ব প্রতিনিধি
২৩ অক্টোবর, ২০২৪, 10:49 AM
নিজস্ব প্রতিনিধি
২৩ অক্টোবর, ২০২৪, 10:49 AM
কুতুবদিয়ায় সাগরপাড়ে ভাঙন আতঙ্ক
বিলীন হচ্ছে মসজিদ, ঘর-বাড়ি
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরগর্ভে বিলীন হচ্ছে একটি মসজিদ। গত শুক্রবার রাতে সাগরের ঢেউয়ে মসজিদের পশ্চিম পাশে মাটি সরে গিয়ে দেয়ালসহ ছাদের কিছু অংশ বিলীন হয়ে গেছে। অবশিষ্টাংশে ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে মসজিদটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে।
এদিকে ভাঙনে ইতিমধ্যে ওই এলাকার বহু পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে সংকটে রয়েছেন। সাগরপাড়ে ভাঙন এমন ভয়াল রূপ ধারণ করায় কেউ কেউ ঘর-বাড়ি অন্যত্রে সরিয়ে নিয়েছে। সাগরের তীরবর্তী ওই বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কেউ আবার নির্ঘুম রাত কাটাচ্ছেন। সরেজমিনে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন সাইট পাড়া এলাকায় গিয়ে এসব চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানান, গত কয়েক বছরে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এখন সাগরগর্ভে বিলীন হচ্ছে সাগর পাড় জামে মসজিদ। এভাবে সাগরের ভাঙন অব্যাহত থাকলে এবং প্রতিরোধের ব্যবস্থা না করা হলে মসজিদের কোনো চিহ্ন থাকবে না।
মসজিদের ইমাম মাওলানা ফরিদুল আলম বলেন, দীর্ঘ বছর ধরে এ মসজিদে ইমামতি করছি। চেয়েছিলাম মসজিদের খেদমত করে বাকি জীবন পার করবো। এখন দেখছি তা আর সম্ভব হবে না। কখনো মনে করিনি মসজিদটি চোখের সামনে এভাবে সাগরে বিলীন হবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এলটন চাকমা বলেন, বরাদ্দ আসলে দ্রুত সময়ে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, সাগরপাড়ে জামে মসজিদ বিলীনের বিষয়টি তিনি অবগত নন। এখন মসজিদটি দেখে দ্রুত জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কারের উদ্যোগ এবং কিভাবে সাগরের ভাঙন থেকে রক্ষা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন