ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

কিশোরী বয়সে যৌন নিপীড়ন, মামলায় জিতলেন ৬৪ বছর বয়সে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২২,  10:02 AM

news image

১৬ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মার্কিন কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে ১৯৭৫ সালে। সেই ঘটনায় মামলাও দায়ের হয়েছিল। আর সেই মামলায় নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৫ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছে বিল কসবির বিরুদ্ধে। এদিকে, ১৬ বছর বয়সে নিপীড়নের শিকার ওই কিশোরীর বয়স ৬৪ বছর এখন। নাম জুডি হুথ। মামলাটি করেছিলেন তিনি ২০১৪ সালে। মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৭৫ সালে তাকে এবং তার এক বন্ধুকে লস এঞ্জেলেসের প্লেবয় ম্যানশনে দাওয়াত দিয়েছিলেন কসবি। ফ্যামিলি কমেডি শো-তে জনপ্রিয়তার সুবাদে ‘অ্যামেরিকা’স ড্যাড' হয়ে ওঠা কসবির বয়স তখন ৩৭ বছর আর জুডির মাত্র ১৬। ওই বয়সে একজন প্রিয় তারকা অভিনেতার যৌন নিপীড়নের শিকার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জুডি। ধীরে ধীরে তা সামলে নিয়ে ঘটনাটি প্রায় ভুলেও গিয়েছিলেন। কিন্তু প্রায় ছয় দশক পর কসবির বিরুদ্ধে একে একে অনেক অভিযোগের খবর গণমাধ্যমে আসায় নিপীড়নের অভিজ্ঞতা আবার মনে পড়ে যায়।  আদালতকে জুডি রুথ জানান, এক সময় ট্রমার পর্যায়ে চলে গিয়েছিল ব্যাপারটা। তাই ২০১৪ সালে সুবিচারের আশায় মামলা করেন। টানা সাত বছরের আইনি লড়াই শেষে অবশেষে রায় পেয়েছেন জুডি। রায়ের পর জুডি বলেছেন, ব্যাপারটা (সাত বছর ধরে মামলা চালিয়ে যাওয়ার) ছিল রীতিমতো নির্যাতনের মতো। তবে শেষ পর্যন্ত যে রায়টা পেয়েছি তা আমার কাছে বিশাল এক জয়ের মতো। রায়ের সময় বিল কসবি আদালতে ছিলেন না। তার আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। এ পর্যন্ত অন্তত ৫০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন বিল কসবির বিরুদ্ধে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ দশক ধরে বিভিন্ন কৌশলে নারীদের ঘনিষ্ঠ হয়ে যৌন লালসা চরিতার্থ করেছেন কসবি। ২০১৮ সালে এক মামলায় কারাদণ্ডও হয়। তবে ২০২১ সালে তিনি মুক্তি পেয়ে যান, প্রক্রিয়াগত ত্রুটির কারণে কারাদণ্ডাদেশ বাতিল হওয়ায়।

সূত্র : আল-জাজিরা, ডয়েচে ভেলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম