কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৩, 3:41 PM

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৩, 3:41 PM

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে নজরুল ইসলাম (৩০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ৪০মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া আসামির বাড়ি কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামে। তার বাবার নাম সোহরাব উদ্দিন। কাশিমপুর কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,
বৃহস্পতিবার সকাল ৯টায় বন্দি নজরুল ইসলাম কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৯ টা ৪০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।