ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

কাপ্তাইয়ে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

#

০৭ নভেম্বর, ২০২১,  6:05 PM

news image

রাঙামাটি প্রতিনিধি:  নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে ন্যায়  রাঙ্গামাটি  কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কাপ্তাই বিএনপির অঙ্গসহযোগী সংগঠন নেতারা। দিবসটি উপলক্ষে কাপ্তাই বিএনপির উদ্যোগে  শীলছড়িস্থ এলাকায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আবু বক্কর সিদ্দিক সঞ্চালনা সভাপতিত্ব করেন,উথোয়াই মং মারমা।প্রধান অতিথি হিসেবে ছিলেন, লোকমান আহমেদ,  প্রধান বক্তা হিসেবে ছিলেন,ইয়াসিন মামুন, কাপ্তাই উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। প্রধান অতিথি  বক্তব্যে লোকমান আহমেদ বলেন, ‘জাতীয় দিবস ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। ওই দিন বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে। সেসময় আরোও উপস্থিত ছিলেন, জাপর আহমেদ স্বপন,শাহাদাৎ হোসেন,রফিকুল ইসলাম,ইব্রাহিম হাবিব মিলু,পারুল আক্তার,আনোয়ার হোসেন,নাসির উদ্দিন চৌধুরী, আবুল হাসেম,বেলাল হোসেন,জসিম উদ্দিন,আবু হাসান চৌধুরী রক্সী প্রমুখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম