কানে ভোঁ ভোঁ শব্দ হলে কী করবেন
স্বাস্থ্য ডেস্ক
২২ জানুয়ারি, ২০২২, 2:56 PM
স্বাস্থ্য ডেস্ক
২২ জানুয়ারি, ২০২২, 2:56 PM
কানে ভোঁ ভোঁ শব্দ হলে কী করবেন
অনেকে কানে ভোঁ ভোঁ শব্দ শোনেন। কোনোভাবেই এ ধরনের শব্দ দূর করা যায় না। এ ধরনের কানের সমস্যার মেডিক্যাল টার্মিনোলজি হচ্ছে, ‘টিনিটাস’। সাধারণত কানের মধ্য ভাগের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া, মধ্য কানের হাড় মোটা হয়ে যাওয়া, কানের মধ্যে অতিরিক্ত ময়লা জমা (ইয়ার ওয়াক্স), কানের ক্যানসার, টিএমজি আর্থাইটিস, নেক ইনজুরি, অ্যান্টিবায়োটিকস, ওয়াটার পিল এবং অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ থেকেও কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ বা টিনিটাস হতে পারে। এমনকি উচ্চ রক্তচাপ থেকেও কানের মধ্যে শব্দ হতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই কোন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। হিয়ারিং টেস্ট করে অনেক ক্ষেত্রে এ ধরনের সমস্যার কারণ জানা যায়।
এছাড়া অনেক সময় চিকিৎসক সমস্যা নিরূপণ করে চিকিৎসা দেন। এতে অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। কানে ভোঁ ভোঁ শব্দ নানা কারণে বাড়তে পারে। যেমন: কানে বেশি শব্দ শোনা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে পারে। মহিলাদের তুলনায় পুরুষদের সমস্যাটি বেশি হয়। তামাক সেবন এবং অ্যালকোহল পানকারীদের ঝুঁকি বেশি। ওজন আধিক্য, হৃদরোগের সমস্যা, উচ্চরক্তচাপসহ নানা কারণে কানে শব্দ শোনা বাড়তে পারে। ফলে অবসাদ, মানসিক চাপ, ঘুমের সমস্যা, কাজে অমনোযোগ, স্মৃতিশক্তির সমস্যা, উদ্বেগ, মাথাব্যথা, এমনকি পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। কানে ভোঁ ভোঁ শব্দ কিছু নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণ রাখা যায়। যেমন: অতিমাত্রায় শব্দ পরিহার করা, টিভির ভলিওম কমিয়ে রাখা, অ্যালকোহল, নিকোটিন, ক্যাফেইন পরিহার এবং শারীরিক সমস্যা হলে তা চিকিত্সা করা। যদি কানে ভোঁ ভোঁ শব্দ অব্যাহত থাকে তবে অবশ্যই কোন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। প্রয়োজনীয় ওষুধেই আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ