আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 2:04 PM
কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলেসহ ৪ শিক্ষার্থী নিহত
কানাডার টরেন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। গুরুতর আহত নিবিড় কুমার দে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। নিহত নিবিড় কুমার দে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। জানা যায়, কয়েক মাস আগে কুমার বিশ্বজিৎ তার ছেলেকে টরেন্টোতে দিয়ে যান। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত ১২টায় কানাডার উদ্দেশে রওনা হয়েছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা। এদিকে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অন্টারিও প্রদেশের দুন্দা স স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন।
গুরুতর আহত অপর জনকে হাসপাতালে নেয়া হয়েছিল। অন্টারিও প্রাদেশিক পুলিশ জানায়, টরেন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে দুর্ঘটনার শিকার গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চারজন আরোহীর সবাই বাংলাদেশি। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন। পুলিশ আরও জানায়, দুর্ঘটনাস্থলে ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর নিহন হন। আর চিকিৎসাধীন অবস্থায় যিনি মারা যান তার বয়স ২১ বছর। পুলিশের পক্ষ থেকে হতাহতদের পরিচয় প্রকাশ না করলেও প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নিহত শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত ও নিবিড় কুমার দে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কানাডার টরেন্টোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।