ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট হাসিনা এখনো প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল জাতীয় সরকার গঠন ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব : আলী রীয়াজ বঙ্গোপসাগরের ভূমিকম্পে কেঁপেছে ভারত ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসনের উদ্যোগ নেবে বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডি: আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র নিয়ে মাহফুজের পোস্ট ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গুলি বিনিময়

কাউন্দিয়া ফাড়ির ইনচার্জ এস আই'র নেতৃত্বে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

০৫ এপ্রিল, ২০২৪,  10:28 PM

news image

এস এম আর শহিদ : রাজধানীর মিরপুর নিকটবর্তী সাভার  উপজেলা কাউন্দিয়া ইউনিয়নে ১০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে  কাউন্দিয়া ফাড়ি পুলিশ। ৫ এপ্রিল শুক্রবার ভোর ০৫.০০ ঘটিকায় ১। মোসাঃ রোজিনা (২৫), পিতা-আঃ খালেক, মাতা-মোসাঃ হাফসা, স্বামী-মোঃ শাকিল, সাং-কালিপুর, থানা ও জেলা-ভোলা, বর্তমান সাং-দক্ষিন কাউন্দিয়া, ডিপজল প্লট (জনৈক মোসাঃ তহুরা বেগমের বাড়ির ভাড়াটিয়া ), থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোসাঃ রেহেনা আক্তার শিল্পী (৩৫), পিতা-আঃ খালেক, মাতা-মোসাঃ হাফসা, সাং- কালিপুর, থানা জেলা-ভোলা, বর্তমান সাং-দক্ষিন কাউন্দিয়া, ডিপজল প্লট (জনৈক মোসাঃ তহুরা বেগমের বাড়ির ভাড়াটিয়া), গ্রেফতার করে কাউন্দিয়া ফাড়ি পুলিশ। উক্ত মামলা বিষয়ে কাউন্দিয়া ফাড়ির আই সি মো: আলামিন হাওলাদার বলেন, রাত্রি কালীন পাহাড়া ডিউটি, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালীন ইং- -০৫/০৪/২০২৪ তারিখ ভোর ০৪.৪০ ঘটিকার সময় মেলারটেক এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারি যে, সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের দক্ষিন কাউন্দিয়া সাকিনস্থ ডিপজল প্লটের জনৈক মোসাঃ তহুরা বেগম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ ০৫.০০ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মহিলা পালানোর চেষ্টা করে  সঙ্গীয় অফিসার এ এস আই সেলিম মিয়া ও ফোর্সের সহায়তায় তাহাদের ধৃত করি। বৈদ্যুতিক আলোতে নারী রোকসানা আক্তার এর মাধ্যমে শালীনতার প্রতি লক্ষ্য রেখে আসামীদ্বয়ের দেহ তল্লাশীকালে ধৃত আসামী ১। মোসাঃ রোজিনা (২৫) এর পরিহিত স্যালোয়ারের ডান পাশে কোমড়ে খোচা অবস্থায় আসামীর স্বাক্ত হাতে বাহির করিয়া দেওয়া মতে ১। সাদা পলিথিনের জিপারের মধ্যে হালকা গোলাপী রংয়ের ৪৫ (পয়তাল্লিশ) পিছ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৪.৫ (চার দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ১৩,৫০০/- (তের হাজার পাঁচশত) টাকা এবং আসামী ২। মোসাঃ রেহেনা আক্তার শিল্পী (৩৫) এর পরিহিত স্যালোয়াবের ডান পাশে কোমড়ে খোচা অবস্থায় আসামীর নিজ হাতে বাহিব করিয়া দেওয়া মতে ২। সাদা পলিথিনের জিপারের মধ্যে হালকা গোলাপী রংয়ের ৫৫ (পঞ্চান্ন) পিছ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫৫ (পাঁচ দশমিত পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা, সর্বমোট ১০০ (একশত) পিছ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০ (দশ) গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা। তিনি আরো বলেন আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কাউন্দিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়তই চলছে এবং চলবে মাদকের সাথে কোন আপস নেই। সেই সাথে কাউন্দিয়া  ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন আপনার সন্তান কোথায় যায়, কি করে কার  সঙ্গে মিশে, সে বিষয়েও প্রত্যেক অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম