ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

করাচিকে উড়িয়ে দিলো ইসলামাবাদ, ম্যাচসেরা শাদাব খান

#

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  11:43 AM

news image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। টানা চতুর্থ জয়ের পথে এবার তারা হারাল করাচি কিংসকে। ম্যাচটিতে তারা সাত উইকেটের বিশাল জয় পেয়েছে। প্রথমে বোলিংয়ে নেমে শুরু থেকেই করাচি কিংসের ওপর চাপ সৃষ্টি করে ইসলামাবাদ ইউনাইটেড। ইনিংসের শুরুতেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন নাসিম শাহ। এরপর জেমস ভিন্সকে সাজঘরে ফেরান জেসন হোল্ডার। প্রথম পাঁচ ওভারে করাচির সংগ্রহ ছিল মাত্র ২৯ রান। পাওয়ারপ্লে শেষে বল হাতে নেন শাদাব খান ও ইমাদ ওয়াসিম। এই দুই স্পিনার আট ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন তিনটি মূল্যবান উইকেট। করাচির টপ অর্ডারের কেউই সুবিধা করতে পারেননি। একমাত্র সাদ বেগ কিছুটা লড়াই করেন, ১৭ বলে ২০ রান করেন তিনি। স্বীকৃত ব্যাটারদের মধ্যে তিনিই কেবল তিন অঙ্কের স্ট্রাইক রেটে রান তোলেন। শেষ দিকে আব্বাস আফ্রিদির ঝড়ো ইনিংসে কোনোমতে ১২৮ রানে পৌঁছায় করাচি। তিনি ৯ বলে দুটি ছক্কাসহ ২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন সাহিবজাদা ফারহান। ১৮ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে রান তোলার গতি বাড়ান। আজম খান তার সঙ্গে ইনিংস শুরু করে কিছুটা ধীরগতিতে খেললেও লক্ষ্য ছোট হওয়ায় তেমন চাপ ছিল না। হাসান আলি এক ওভারেই ফারহান ও মুনরোকে ফেরত পাঠিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরান। তবে এরপর আজম খান ও শাদাব খান মিলে গড়েন ৫২ বলে ৬৫ রানের জুটি, যা জয় নিশ্চিত করে দেয় ইসলামাবাদকে। শেষ দিকে শাদাব খান ৪০ বলে ৪৭ রান করে বোল্ড হলেও, ততক্ষণে জয় সমান হয়ে গিয়েছিল। পরের বলেই ম্যাচ শেষ করে ইসলামাবাদ ইউনাইটেড। দলীয় জয়ের পাশাপাশি ম্যাচসেরাও হয়েছেন অধিনায়ক শাদাব খান। চার ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪৭ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এই জয়ে চলতি পিএসএলে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইসলামাবাদ ইউনাইটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম