ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

কনসার্ট হলে হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করলেন পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২৪,  10:44 AM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার মস্কো অঞ্চলের ক্রোকাস সিটি কনসার্ট হলে প্রাণঘাতী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয় একটি জনাকীর্ণ হলে হামলা চালায় এক দল বন্দুকধারী। কনসার্ট দেখতে সেই হলে আসা কয়েক হাজার সংগীতপ্রেমীকে লক্ষ্য করে নির্বিচার গুলি করে বন্দুকধারীরা। কনসার্ট হলটিতে আগুনও ধরিয়ে দেয় তারা। এ হামলায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক। গত দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। শনিবার প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে পুতিন মস্কোর হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে ‘বর্বরোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেন।

এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট–খোরাসান প্রভিন্স (আইএসকেপি)। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা হচ্ছে এই আইএসকেপি। যুক্তরাষ্ট্র বলেছে, তাদের গোয়েন্দা তথ্যমতে আইএসকেপির এই দাবির সঠিক। তবে রাশিয়া দাবি করেছে, এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। হামলার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছে আইএসকেপি। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়া ও ইরাকে পরাজয়ের পর আইএসের ঘুরে দাঁড়ানোর সর্বশেষ দৃষ্টান্ত এই হামলা। একই সঙ্গে আইএস যে উদ্দেশ্য হাসিলে কাজ করছে, তা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে আবির্ভাব ঘটেছে আফগানিস্তানে।  শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, হামলাকারীরা ইউক্রেন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিল। তারা ইউক্রেনে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, হামলাকারীদের ইউক্রেনে সরিয়ে নেওয়ার জন্য সীমান্তে প্রস্তুতি রাখা হয়েছিল। ভ্লাদিমির পুতিন আরও বলেন, চার অস্ত্রধারীসহ হামলাকারীদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম