কঠিন সময়েও লিটনের পাশে কোচ সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪, 10:59 AM
ক্রীড়া প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪, 10:59 AM
কঠিন সময়েও লিটনের পাশে কোচ সালাউদ্দিন
ক্রিকেটের বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। যদিও তার সাম্প্রতিক ফর্ম নিয়ে একদমই চিন্তিত নন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বরং লিটনের অধিনায়কত্বে মুগ্ধ তিনি। গত নভেম্বরে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিনের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফরে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে হোয়াইটওয়াশ করে। বছরের শেষটা জয়ে রাঙাতে পেরে খুশি পুরো দল। তবে লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ থেকেই যাচ্ছে। সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে সালাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি লিটনের প্রশংসাই করলেন তিনি। তিনি বলেন,‘যেকোনো ব্যাটারের খারাপ সময় আসতে পারে। টেকনিক্যালি ওর কোনো বড় সমস্যা নেই। আমার বিশ্বাস, লিটন খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসবে। ও বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন এবং যেকোনো সংস্করণে কার্যকরী। এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, আমিও খুব একটা চিন্তিত নই।’ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন। ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও তার নেতৃত্ব ছিল প্রশংসনীয়। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘অধিনায়কত্বের ক্ষেত্রে লিটনের পারফরম্যান্স অসাধারণ ছিল। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে যখন প্রথম তাকে অধিনায়ক বানাই, তখন অনেক সমালোচনা শুনতে হয়েছিল। তবে আমি যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন খেলোয়াড়ের খেলার ধরন, চিন্তাভাবনা এবং খেলা বোঝার ক্ষমতা সবকিছু বিবেচনা করি। আমার মনে হয়েছে, লিটন অধিনায়ক হিসেবে খেলাকে ৩-৪ ওভার আগে থেকেই পড়ে ফেলতে পারে। এটা একজন ভালো অধিনায়কের বড় গুণ।’