ঢাকা ০৭ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
এনআইডি সেবা বন্ধের হুঁশিয়ারি ইসি কর্মকর্তাদের ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল চলন্ত অবস্থায় গ্রিন লাইনের এসি বাসে আগুন ওআইসির বৈঠকে যোগ দিতে সৌ‌দির পথে পররাষ্ট্র উপদেষ্টা ঢামেক হাসপাতাল থেকে অর্ধশতাধিক দালাল আটক বিদায়ের ঘোষণা দেয়া মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা ‘ভারতের পরবর্তী টার্গেট কাশ্মির’ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ব্যবসায়ীদের সামাজিক উন্নয়ন ও জাতীয় কল্যানে কাজ করে যেতে হবে: শাহজাহান চৌধুরী ভাষানটেকের বিআরপিবস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ৫ দিনে ৭০০ জনের মৃত্যু: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  10:49 AM

news image

ফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীগোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম দুটি জানায়, জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ২৬-৩০ জানুয়ারির মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) পূর্বে সংঘাত তীব্র হওয়ার পর থেকে মাত্র পাঁচ দিনে ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ২,৮০০ জন আহত হয়েছেন। বিবিসি জানায়, এরইমধ্যে এম২৩ বিদ্রোহীগোষ্ঠী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা দখলে নিয়েছে। তারা এখন দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে এগোচ্ছে। এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৩ শান্তিরক্ষী নিহতের কথা জানায় জাতিসংঘ।  এম২৩ বা মার্চ ২৩ কঙ্গোর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী। এটি এক সময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করত। তবে ১০ বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায়। ২০২২ সাল থেকেই এম২৩ বিদ্রোহীগোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চলতি বছরের শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম২৩ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয়।  জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতের কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।  সূত্র: বিবিসি, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম