ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

কঙ্গোতে তুমুল সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৫,  11:14 AM

news image

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুসকোর দু’জন সদস্য এবং দক্ষিণ আফ্রিকান অঞ্চলের সামরিক বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে কঙ্গোর সেনাবাহিনী এবং শান্তিরক্ষী বাহিনী এম২৩ বিদ্রোহীদের গোমা শহরের দিকে অগ্রসর হওয়া থামানোর জন্য প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা প্রায় ২০ লাখ মানুষের আবাসস্থল এবং একটি গুরুত্বপূর্ণ মানবিক ও নিরাপত্তা কেন্দ্র। দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনী জানিয়েছে, এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দু’দিনে তাদের নয়জন সেনা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দু’জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য এবং সাতজন দক্ষিণ আফ্রিকার উন্নয়ন সম্প্রদায় (এসএডিসি) বাহিনীর সদস্য। বিবৃতিতে বলা হয়, এই সদস্যরা বিদ্রোহীদের গোমার দিকে অগ্রসর হওয়া ঠেকাতে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন। তাদের প্রচেষ্টায় এম২৩ বিদ্রোহীরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। মালাওয়ির সামরিক বাহিনীর মুখপাত্র এমমানুয়েল এমলেলেম্বা জানিয়েছেন, এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তাদের তিন সেনা নিহত হয়েছেন। তিনি বলেন, এই সাহসী সেনারা তাদের দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। গোমার পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় জাতিসংঘ তাদের অনাবশ্যক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা এবং সুরক্ষার মতো জরুরি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মীরা রয়ে গেছেন। এম২৩ বিদ্রোহীরা কঙ্গোর সেনাবাহিনী থেকে প্রায় এক দশক আগে বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২২ সালে নতুন করে সক্রিয় হওয়ার পর থেকে তারা ডিআরসির পূর্বাঞ্চলে বড় একটি এলাকা দখল করে নিচ্ছে। ডিআরসি এবং জাতিসংঘ প্রতিবেশী দেশ রুয়ান্ডার বিরুদ্ধে এম২৩ বিদ্রোহীদের সহায়তার অভিযোগ তুলেছে। রুয়ান্ডা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। ডিআরসির দীর্ঘস্থায়ী এই সংঘাতে প্রায় ১০০ সশস্ত্র গোষ্ঠী জড়িত। এই অঞ্চলের খনিজ সম্পদকে কেন্দ্র করে দশকের পর দশক ধরে লড়াই চলছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম