ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বলার পরও বাদ দেয়া হয়নি: সালাহউদ্দিন আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সড়ক বিভাজনে থাকা অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ইউএনও দিচ্ছেন চিকিৎসাসেবা বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ওমিক্রন থেকে সুরক্ষায় বুস্টার ডোজ ৮০ শতাংশ কার্যকর : গবেষণা

#

১৮ ডিসেম্বর, ২০২১,  11:02 AM

news image

করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোভিড টিকার বুস্টার ডোজের সম্ভাব্য কার্যকারিতা কেমন হতে পারে, তা বিশ্লেষণ করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তাঁরা বলছেন, ওমিক্রনে গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে ৮৫ শতাংশের মতো সুরক্ষা দিতে পারে বুস্টার ডোজ। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষক ওমিক্রন নিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যে আট লাখ ৬১ হাজার ৩০৬ জনকে বুস্টার ডোজ অথবা তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে গবেষকেরা এও বলছেন—দ্রুত ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে আরও বাস্তবতানির্ভর তথ্য পাওয়া পর্যন্ত এর কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর পাশপাশি হালকা ও তীব্র পর্যায়ের ওমিক্রন আক্রান্তের বেলায় কী কী ঘটে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।  তবে, এ সুরক্ষার মাত্রা আগের ভ্যারিয়্যান্টগুলোর চেয়ে কিছুটা কম। কিন্তু বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে বহু মানুষকে হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখা যাবে। কোভিডের বিরুদ্ধে কীভাবে কাজ করতে হয়, তাতে সহায়তা করে টিকা। কিন্তু বর্তমানে যে টিকা দেওয়া হচ্ছে, সেগুলোর ওমিক্রন ভ্যারিয়্যান্টের সাপেক্ষে নকশা করা হয়নি। ভাইরাসের সঙ্গে যুক্ত হয়ে তাকে শরীরের কোষে ছড়িয়ে পড়তে বাধা দেয় অ্যান্টিবডি। গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকাপ্রাপ্ত লোকজনের শরীরে ভাইরাসের বিরুদ্ধে এই অ্যান্টিবডির কার্যক্ষমতা ২০ থেকে ৪০ গুণ কম হয়। ইম্পেরিয়ালের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা কম হয়ে যাবে। এমনকি, বুস্টার ডোজ দেওয়া থাকলেও ওমিক্রনে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থদের ক্ষেত্রে সুরক্ষা ৮০ থেকে ৮৫ দশমিক ৯ শতাংশ হতে পারে। অন্যদিকে, ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে একই অবস্থা হলে তাদের বেলায় বুস্টার ডোজ দেওয়া থাকলে ৯৭ শতাংশ সুরক্ষা মেলে। ইম্পেরিয়ালের গবেষকদের একজন অধ্যাপক আজরা ঘানি বলেন, আগের ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে অসুস্থতার তুলনায় এবারের ওমিক্রনে আক্রান্ত হলে ঠিক কী অবস্থা হয়। এ সম্পর্কে নিশ্চিত জানতে বিজ্ঞানীদের আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।’ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রথম ধরা পড়ে। ওমিক্রনের আগমনে দক্ষিণ আফ্রিকাসহ প্রতিবেশী কয়েকটি দেশের ওপর এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পৃথিবীর অনেক দেশ। তবুও বিশ্বব্যাপী ভ্যারিয়্যান্টটির ছড়িয়ে পড়া ঠেকানো যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম