ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বলার পরও বাদ দেয়া হয়নি: সালাহউদ্দিন আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সড়ক বিভাজনে থাকা অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ইউএনও দিচ্ছেন চিকিৎসাসেবা বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

যুদ্ধাহত গাজাবাসীর দিকে সহায়তার হাত বাড়ানোর আগ্রহ জাপানের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  10:43 AM

news image

ফিলিস্তিনের গাজা ভূখন্ডের যুদ্ধাহত ও অসুস্থ বাসিন্দাদেরকে জাপানে নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার চিন্তা-ভাবনা করছে দেশটির সরকার। সম্প্রতি জাপানের পার্লামেন্টের এক অধিবেশনে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজায় যারা অসুস্থ হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদেরকে জাপানে গ্রহণ করে নেওয়ার পথ খোঁজার চেষ্টা করছি আমরা। কেবল তাই নয়, গাজার বসিন্দাদেরকে জাপানে শিক্ষার সুযোগও দেওয়া হতে পারে বলে জানান ইশিবা। অবরুদ্ধ গাজা মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৯ জানুয়ারি থেকে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি তেমন বদলায়নি। যুদ্ধে ধসে পড়া অবকাঠামোর মধ্যে বাস করা গাজাবাসীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। এ পরিস্থিতিতে তাদের সহায়তা প্রয়োজন। এই আবহেই জাপানের প্রধানমন্ত্রী তাদের দিকে সহায়তার হাত বাড়ানোর আগ্রহ প্রকাশ করলেন। পার্লামেন্টে তিনি জানান, তার প্রশাসন এমন একটি নীতি নেওয়ার জন্য কাজ করছে, যার মাধ্যমে গাজায় আহত ও অসুস্থদের জাপানে এনে চিকিৎসা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী ইশিবা এক আইনপ্রণেতার প্রশ্নের জবাব দিতে গিয়ে একথা বলেন। ওই আইনপ্রণেতা গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দুর্ভোগ পোহানো বাসিন্দাদের সহায়তায় জাপানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন। ২০১৭ সালে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের যে প্রকল্প জাপান নিয়েছিল, গাজার বাসিন্দাদের সহায়তার ক্ষেত্রেও সেরকম ব্যবস্থা নেওয়া যায় কিনা সে প্রশ্ন করেছিলেন ওই আইনপ্রণেতা। এর জবাবেই প্রধানমন্ত্রী ইশিবা বলেন, গাজার জন্যও আমরা একইরকম প্রকল্প চালু করার কথা ভাবছি। সরকার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাবে। তথ্য সূত্র- আরব নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম