ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আমারও বলব বাংলা-বিহার-উড়িষ্যা ফিরিয়ে দাও: রিজভী দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসালো জিপিএস ট্র্যাকার নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ গ্রেফতার ৯ পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি সব নাগরিকের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প!

ওজন কমাতে এলাচ খান

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩,  12:21 PM

news image

এলাচ কেবল একটি মশলা নয়। এই ঐতিহ্যবাহী মশলাটি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি উপকারও করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে ওজন কমানো। এলাচ কোলেস্টেরল ছাড়াই পুষ্টি সরবরাহ করে। এটি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ উত্স। প্রমাণ হয়েছে যে, এলাচ চর্বি পোড়াতে সহায়তা করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব মলিকুলার সায়েন্সে প্রকাশিত গবেষণা অনুসারে, এলাচের মধ্যে পাওয়া পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েডগুলো উচ্চ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

মেটাবলিজম বজায় রাখে

এলাচ শরীরের বিপাকীয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। শরীরের মেটাবলিজমের ভারসাম্য বজায় রাখে। চর্বি এবং ক্যালোরি পোড়াতে সহায়তা করে। যার ফলে ওজন হ্রাস পায়।

ক্ষুধা-দমনকারী

এলাচ প্রাকৃতিক ভাবে ক্ষুধা-দমনকারী। অতিরিক্ত খাওয়ার আকাঙ্ক্ষা কমাতে সহায়তা করতে পারে। এলাচ আপনাকে দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখবে।

ফোলাভাব কমায়

এলাচ অতিরিক্ত পানি ও ফোলাভাব দূর করতে সহায়তা করে। এতে করে শরীরে পানি জমতে পারে না। তাই অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।

হজমশক্তি বাড়ায়

এলাচ পুষ্টি শোষণ ও হজমশক্তি বাড়ায়। এটি সামগ্রিকভাবে হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে। পেট ফোলাভাব, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

ডিটক্সিফিকেশন

এলাচ ডিটক্সাইফাইং গুণাবলী সমৃদ্ধ। শরীরের বজ্র অপসারণে সহায়তা করে। টক্সিন অপসারণ করে। লিভার ভাল রাখে। বিপাকের কার্যক্রম স্বাভাবিক রাখে। ওজন কমানোর সাথে জড়িত অন্যান্য অঙ্গগুলোর কর্মক্ষমতা বাড়ায়।

-সূত্র- ইন্ডিয়া ডট কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম