এসএ টি-টোয়েন্টিতে না খেলার কারণ জানালেন তাইজুল
ক্রীড়া প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, 10:49 AM
ক্রীড়া প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, 10:49 AM
এসএ টি-টোয়েন্টিতে না খেলার কারণ জানালেন তাইজুল
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টিতে দল পেয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছিল ডারবানস সুপার জায়ান্টস। তবে পরে কেইন উইলিয়ামসনকে দলে নিয়ে তাইজুলকে রিপ্লেসও করা হয়। শুক্রবার ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেন তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘না, এখানে (রিপ্লেস করা নিয়ে) আমি অবাক নই। আর ওটা আমি নিজের থেকেই রিলিজ করেছি, ওটা আমার একটা ব্যক্তিগত (পার্সোনাল) ইস্যু ছিল।’ আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে এসএ টোয়েন্টি।