এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর মোবাইল হ্যাক
২১ ডিসেম্বর, ২০২৪, 6:05 PM
NL24 News
২১ ডিসেম্বর, ২০২৪, 6:05 PM
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর মোবাইল হ্যাক
নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়ার মোবাইল ফোন হ্যাক করেছেন একটি সঙ্ঘবদ্ধ চক্র। এমতাবস্থায় এই হ্যাকার চক্রটি অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার হোয়াটসঅ্যাপের মেসেজে তাহার পরিচিত বিভিন্ন জনকে ও অতি আর্জেন্ট টাকার প্রয়োজন বিধায় একটি বিকাশ নাম্বার সরবরাহ করে উক্ত বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য মেসেজ প্রদান করছে । এই ধরনের মেসেজ পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার বিভিন্ন পরিচিতি জন তার সাথে যোগাযোগের চেষ্টা করলে সংযোগটি সাময়িকভাবে বন্ধ হওয়া যাচ্ছে অতঃপর তা আবার স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। হ্যাকারদের প্রতারনা চক্রের এমন পরিস্থিতিতে বিব্রত না হয়ে কোন ধরনের টাকা না পাঠানোর জন্য এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া তার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত জনকে অনুরোধ করেছেন এবং তিনি এই বিষয়ে অতি দ্রুত আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন একই সাথে এ ধরনের হ্যাকার/ প্রতারণা চক্র হইতে সচেতনতা থাকতে সবাইকে পরামর্শ দিয়েছেন।